সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ এবং কিছুটা উদ্বেগজনক তথ্য; কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর অতিরিক্ত ব্যবহার মানুষের স্মৃতিশক্তি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সমালোচনামূলক বিশ্লেষণ ক্ষমতা হ্রাস করতে পারে। গবেষকরা চার মাস ধরে ৫৪ জন শিক্ষার্থীর মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। দেখা যায়, যারা লেখার ক্ষেত্রে নিয়মিত AI-এর ওপর নির্ভর করছিলেন, তাদের মস্তিষ্কের কার্যক্রম তুলনামূলকভাবে কম সক্রিয়। এতে তাদের স্মৃতিশক্তি ও বিশ্লেষণী চিন্তার দক্ষতা হ্রাস পেয়েছে।
অন্যদিকে, যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে AI ছাড়া গতানুগতিক পড়াশোনা শুরু করেন এবং প্রয়োজন অনুযায়ী ChatGPT-এর মতো AI ব্যবহার করে ধারণা সংগ্রহ করেছেন, তাদের মস্তিষ্ক আরও বেশি সক্রিয় নিয়মিত AI ব্যবহারকারী তুলনায়। এ থেকে বোঝা যায়, AI তখনই সবচেয়ে কার্যকর যখন এটি চিন্তার বিকল্প না হয়ে চিন্তাকে সমৃদ্ধ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়।
গবেষকরা আরও সতর্ক করেছেন যে, যখন ব্যবহারকারীরা যাচাই-বাছাই না করে অ্যালগরিদমিক উত্তর গ্রহণ করেন, তখন "ইকো চেম্বার" তৈরি হয়, যা চিন্তাধারার বৈচিত্র্য নষ্ট করে ফেলে। এই গবেষণা একটি স্পষ্ট বার্তা দেয়, AI হতে পারে এক মূল্যবান সহযোগী, তবে এটি যেন কখনো আমাদের নিজস্ব চিন্তাশক্তির বিকল্প না হয়ে ওঠে। তাই AI ব্যবহারে আমাদের হতে হবে পরোক্ষ অংশগ্রহণকারী, কেবল সক্রিয় ব্যবহারকারী নয়। নিজের বিশ্লেষণ, প্রশ্ন এবং চিন্তার ভিতের উপর দাঁড়িয়ে AI-কে ব্যবহার করলেই তা হয়ে উঠবে আমাদের প্রকৃত বুদ্ধিবৃত্তিক সহায়ক। আমরা AI কে নিয়ন্ত্রন করব, AI আমাদেরকে নয়!