শনিবার, ৩০ আগস্ট, ২০১৪

Urbanization Scenario in Bangladesh



Bangladesh is one of the world’s most densely populated country and has also faced rapid
population growth throughout the last century although the population growth rate has somewhat decreased to a moderate level in recent times.

Bangladesh’s urban population has been growing at a yearly average rate of 6 percent since independence, at a time when the national population growth was 2.2 percent. As a result, urban population has grown six-fold, compared with a 70 percent increase in rural population (World Bank, 2007). As per recent UN data, approximately 25 percent of Bangladesh’s current population currently lives in urban areas. Of this urban population, more than half lives in the four largest cities: Dhaka, Chittagong, Khulna and Rajshahi. With a population of almost 12 million, Dhaka is the capital and largest city in Bangladesh. It is also the 11th city in the world. At the same time, it is consistently ranked as one of the world’s least livable city. Although income growth is higher and the poverty incidence is lower than the rest of Bangladesh, Dhaka still is a low income city with large numbers of poor when compared with most mega cities of the world. Holding the prospects for better income opportunities than most parts of Bangladesh, rapid migration is causing Dhaka’s population to grow much faster than the rest of the country. This fast urbanization is putting pressure on the city’s limited land, an already fragile environment, and weak urban services. The population density is now believed to have reached around 34000 people per square kilometer, making Dhaka amongst the most densely populated city in the world. 

The level of urbanization of Bangladesh in last three decades was influenced by rural to urban migration, availability of economic and social opportunities in the urban areas, territorial expansion of existing urban centers and natural growth of the population in urban centers. Some of the characteristics of urbanization in Bangladesh are as follows:




  •  A very large urban population of the country is concentrated in only six major metropolitan cities of the country. Dhaka alone holds about 70% of the total urban population.
  •  Very rapid growth of metropolitan cities, particularly of Dhaka the capital and largest city. The population of Dhaka is now over 13.0 million
  •  Environment and socio-economic conditions in urban poor settlements in cities have not improved as expected.
  • There are gross inequalities in the socio-economic opportunities and services within urban areas.
  •  Most of the poor people cannot manage to meet their minimum basic needs i.e., food, shelter, clothing, health and education with their personal income.
  •  Urban traffic has reached nightmare proportions, often causing huge delays in covering small distances with associated productivity losses 
  • Water and air pollution from poor waste and traffic management poses serious health risks. The already acute slum population is growing further, contributing to serious human and law and order problems

It is also a known fact that the urban poor are playing vital role in urban economy and they are the part and parcel of the large flourishing informal economy. Taking Dhaka city as an example, almost 70% of the population is from the ‘low income’ sector. Yet, this population only has access to about 20% of the land in Dhaka. This highlights the unfavorable climate that exists with regards to ‘land tenure’. Most of the low income settlements do not have adequate access to legal water supply (only around 50% have access)’ and ‘electricity (only around 30% have informal connections). Sanitation and drainage is another major problem where only 30% of these families have some sort of drainage and only 20% to some form of sanitary latrines. This results in disease and other health ailments.

On the other hand, this rapid urban growth has brought economic and socio-cultural improvements for some people and the overall urban environment yet to improve to a desired level. The World Bank announced in June 2013 that Bangladesh had reduced the number of people living in poverty from 63 million in 2000 to 47 million in 2010, despite a total population that had grown to approximately 150 million. This means that Bangladesh will reach its first United Nations-established Millennium Development Goal, that of poverty reduction, one years ahead of the 2015 deadline. Bangladesh is also making progress in reducing its poverty rate to 26 percent of the population. Since the 1990s, there has been a declining trend of poverty by 1 percent each year, with the help of international assistance.

The implications of such urbanization are manifested in poverty, inequality, high unemployment, underemployment or miss employment, over-crowded housing and proliferation of slums and squatters, deterioration in the environmental conditions, inadequate supply of clean water, incidence of diseases, over-crowding in schools and hospitals, and over-loading in public transports and increase in traffic jams, road accidents, crimes and social tensions. These are the characteristics of nearly all urban centers of Bangladesh, including the largest metropolitan cities, particularly Dhaka, where the rates of growth are the fastest even up to 10% annually. 

Source: 

  • Public Policies on Urban and Housing in Bangladesh, The Context Governance , By, Dr. Khondaker Showkat Hossain 
  •  http://en.wikipedia.org/wiki/Poverty_in_Bangladesh

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

ইতিবাচকতার ডাক ও নেতিবাচক ভাবনার প্রভাব

সফল নেতৃত্ব চাই  ইতিবাচক গুণাবলীর মানুষ, কারণ এরা বিজয়ী মানুষ। আর নেতিবাচক চিন্তার মানুষরা পরাজিত।
আমাদের মাথায় প্রতিনিয়তই ঘুরপাক খায় নানা চিন্তা। এইসব চিন্তা-ভাবনার সব যে ইতিবাচক, তা কিন্তু নয়। কখনো পরিস্থিতির শিকার হয়ে কিংবা মনের অজান্তেই এমনতর ভাবনায় ডুব মারি আমরা। একবারও কি ভেবে দেখিছি, নেতিবাচক চিন্তা পরিণামে কী ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। প্রায় সময়ই নেতিবাচক চিন্তার ফল হিসেবে নেতিবাচক মনোভাবের দ্বারা চালিত হই আমরা। জানি, যেকোনো জিনিসে ইতিবাচক কিছু খুঁজে পাওয়ার চেয়ে বরং সে সব জিনিস নিয়ে অভিযোগ তোলাটা সহজ। তবে আমরা যদি নেতিবাচক চিন্তাধারার খারাপ প্রভাবগুলো জানি, তবে হয়তো প্রতিদিন এমনকি সারাজীবনের জন্য নেতিবাচক চিন্তাগুলো এড়াতে পারব।

জন্ম যেখানে
নেতিবাচক চিন্তার শুরু আমাদের মর্মমূলে। একটা নিজস্ব প্রবৃত্তি, যেমন_ ব্যক্তিমানুষটির অবস্থান, নিজের উপর আস্থা, নিরাপত্তা, আর্থিক অবস্থা, আশেপাশের মানুষ_ যেকোনো কিছু থেকেই এর আবির্ভাব ঘটতে পারে।

আপনি হয়তো  ভাবতে পারেন, আপনার জীবনটা বেশ কঠিন। তখন যদি ভাবতে শুরু করেন, আপনার জীবন আগেও কঠিন ছিল; তাহলে হয়তো বদ্ধমূল ধারণা চলে আসতে পারে, আসলেই আপনার জীবন কঠিন। একসময় আপনি যখন মধ্যবয়সে উপনীত হবেন, তখন এই ধারণা বিশ্বাসে রূপ নিয়ে আপনার অভ্যাসে পরিণত হবে; আর আপনি আশা হারিয়ে ফেলতে পারেন জীবনের ওপর।

নিজেকে জেনে রাখা
নিজেকে জানতে আর বুঝতে অনেক সময় লাগতে পারে; কিন্তু এর উপকারিতা বলে শেষ করা যাবে না। কোন বিশ্বাসগুলো আপনার নেতিবাচক চিন্তার কারণ_ সে কথা জানা যদি আদৌ সম্ভব হয়, তাহলে নিজের জীবনের একটা পরিষ্কার চিত্র আপনি পেতে পারবেন। আর তা আপনাকে সামলে রাখবে এমন দুষ্ট ভাবনা থেকে।

নেতিবাচক মানুষের গুণাবলী
১। সবসময় আজুহাত দেখান ২। বলেন এটা আমার কাজ নয় ৩। সবসময় একটা সমস্যা দেখেন ৪। ভুল করলে এটা দায়ী নই ৫। দল থেকে আলাদা ৬। কঠিন ভাষাই কথা বলেন ৭। কোন পরিকল্পনা থাকে না ৮। সবসময় ফন্দি করেন।



নেতিবাচক চিন্তার প্রভাব
নেতিবাচক চিন্তার কিছু সুস্পষ্ট প্রভাব আমাদের আচার আচরণে ফুটে ওঠে। চলুন, চোখ দিই সেগুলোর দিকে_
১। হতাশ বোধ করা ২। শারীরিক প্রভাব ৩। নিজেকে গুটিয়ে রাখা ৪। প্রতিবেশ-পরিবেশে প্রভাব ৫। সময়ের অপচয় ৬। কাজের ক্ষেত্রে দুর্বল বাবস্থা
৭। একই কাজ নিয়ে দন্দ



হতাশ বোধ করা
নেতিবাচক চিন্তার প্রভাবে রাগ, হতাশা, বিরক্তিবোধ থেকে শুরু করে দুশ্চিন্তার গভীর রেখা ফুটে ওঠতে পারে আপনার মনে ও চেহারায়_ যার কোনোটুই আপনার জন্য খুব একটা সুখকর নয় নিশ্চয়ই। 


শারীরিক প্রভাব 
এর প্রভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। আর স্বাভাবিক শক্তিমত্তায়ও দেখা যেতে পারে অস্বাভাবিক ঘাটতি। যেহেতু আমর নেতিবাচক চিন্তার প্রভাবে নিজের ওপর থেকে আকর্ষণ হারিয়ে ফেলি, তাই স্বাভাবিক শারীরিক চাহিদাগুলোও কমে আসতে থাকে আশঙ্কাজনক হারে। পাশাপাশি চরম নেতিবাচক মানসিকতা থেকে জন্মাতে পারে খাবারের প্রতি অনীহা। আবার কোনো কোনো ক্ষেত্রে অবশ্য বেশিমাত্রায় খাবার গ্রহণের প্রবণতাও দেখা যায়।


নিজেকে গুটিয়ে রাখা 
 নেতিবাচক ভাবনার প্রভাবে জীবনকে দুর্বিষহ মনে হওয়টা অস্বাভাবিক নয়। এমন বেলায় খুব স্বাভাবিক বিষয়আশয়ও চোখ এড়িয়ে যেতে পারে। ফলে হারিয়ে যেতে পারে জীবন বদলে দেওয়ার মতো সম্ভাব্য সুযোগগুলোও। সাধারণভাবে বললে, নেতিবাচক চিন্তা ডেকে আনে নেতিবাচক আবেগ আর ঘটনা। কেননা, কেউ এমনতর ভাবনাকে আকড়ে ধরে থাকলে তার কাছে সবকিছুকেই নেতিবাচক বলে মনে হতে পারে।

প্রতিবেশ-পরিবেশে প্রভাব 
 আমরা আমাদের আশেপাশের মানুষদেরকে অজান্তেই নিজ প্রভাবে প্রভান্বিত করি। কাছের কারও দিনটা খারাপ গেলে কিংবা নেতিবাচক কিছু ঘটলে আমাদের ওপর তার প্রভাব পড়ে। আমরা যদি একে আরও নেতিবাচকভাবে বিশ্লেষণ করি, তাহলে অবস্থা আরও খারাপ হতে বাধ্য। 

সময়ের অপচয় 
 নেতিবাচক মনের নেতিবাচক চিন্তা সময়ের অপচয় ছাড়া কিছু নয়। কেননা, এমনতর ভাবনা থেকে জীবনে আনন্দ ও জীবনের অর্থময়তা খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

ইতিবাচকতার ডাক
ইতিবাচক চিন্তা করাটা শুধু নিয়মিত চেষ্টার ফল হতে পারে। নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে এর বিরুদ্ধে লড়াই করার দরকার নেই, বরং এগুলোকে ইতিবাচকে বদলে দিলেই কাজ হবে। আপনার যে বিশ্বাসগুলো আপনার কাজে আসে না, সেগুলোকে বদলে দিতে পারেন কাজে আসার মতো বিশ্বাসে ভর করে। কেননা, জীবন তো একটাই বন্ধু। আমরা বেঁচে আছি এখনো, এ-ই তো অনেক বড় পাওয়া আমাদের। অতএব, ইতিবাচক হোক। উপভোগ করুন আপনার সময়। উপভোগ করুন আপনার জীবন---


ইতিবাচক মানুষের গুণাবলীঃ
১। সবসময় সামাদান দেখেন ২। সবসময় কাজে ব্যস্ত থাকেন ৩। বলেন আমাকে কিছু করতে দিন ৪। ভুল করলে বলেন আমি দায়ী ৫। স্বপ্ন দেখেন ৬। টিমের অংশ ৭। আরজনের আনন্দ ওপভগ করেন ৮। নরম ভাষাই কথা বলেন ৯। নিজে কিছু করে দেখান ১০। পরিকল্পনা করেন এন্ড জয়ের জন্য প্রস্তত থাকেন।


ইতিবাচক দৃষ্টিভঙ্গী গড়ে তোলার ধাপসমূহঃ

ধাপ-১; দৃষ্টি পরিবর্তন করাণ, ইতিবাচক বিষয়ের দীকে তাকান
ধাপ-২; এখন-ই কীছো করার অভ্যাস করুন (বর্তমান নীয়ে ভাবুন)
ধাপ-৩; পরিতুষ্টি মনোভাব গড়ে তুলুন
ধাপ-৪; চলামান শিক্ষা কার্যক্রমে অংশ নিন (মূল্যবোধর শিক্ষাই শিক্ষিত হউন)
ধাপ-৫; ইতিবাচক স্বশ্যডা (SELF ESTEEM) গড়ে তুলন
ধাপ-৬;নেতিবাচক চিন্তার প্রভাব থেকে দূরে থাকন
ধাপ-৭; যে কাজগুলু করা দরকার শেগোলো ভালোবাসেন
ধাপ-৮; কিছু একটা ইতিবাচক দিয়ে শুরু করণ

আসুন আমরা সবাই ইতিবাচক দৃষ্টিভঙ্গী গড়ে তোলি এবং বিজয়ী মানুষ হই, এবং নেতিবাচক চিন্তার প্রভাব থেকে দূরে থাকি।


সূত্রঃ
১। নেতিবাচক ভাবনা আনে না সুফল,  মুনতাসির রশিদ খান, দৈনিক সমকাল, ২৪ অগাস্ট, ২০১৪

২।  KvD›UvicvU© B›Uvib¨vkbvj, wjWviwkc †W‡fjc‡g›U †cÖvMÖvg (GjwWwc), Drmvne¨ÄK KwgDwbwU      gwejvB‡Rkb cÖwkÿY, AskMÖnYKvix‡`i n¨vÛAvDU, Rvbyqvix 2014