বিশ্বব্যাপী বাধাহীনভাবে বাণিজ্য ও সেবা পরিচালনার নীতিমালাকে বিশ্বায়ন বলে। এটি একটি সামগ্রিক ধারনা। বিশ্বায়ন হলো সাড়া বিশ্বকে নির্দিষ্ট কিছু স্থান থেকে শাসন করার নতুন অথনৈতিক ও সাংস্কৃতিক কৌশল। বিশ্বায়ণ হল দুর্বল রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রনের জন্য ধনী রাষ্ট্রগুলোর অথনৈতিক ধারণা। বিশ্বায়নের সময়কালকে বিবেচনা করে এর ইতিহাসকে তিনটি স্তরে একে ভাগ করা যায়। ১ম স্তরঃ(বিশ্বায়নের প্রাথমিক যুগঃ১২০০-১৮৫০) এটাকে উপনিবেশিক যুগও বলা হয়। এ সময় ইউরোপের দেশগুলো উত্তর ও দক্ষিন আমেরিকা আবিষ্কার করে ও সেখানে উপনিবেশ স্থাপন করে। ইউরোপ থেকে আফ্রিকা ও এশিয়ার আসার পথ আবিষ্কার হয় এবং এখানেও তারা কৌশলে উপনিবেশ স্থাপন করে। এসময় থেকেই বানিজ্যের বিকাশ ঘটে ও অবাধ বানিজ্যের ধারণা সৃষ্টি হয়। ঐ সময় থেকে এক অঞ্চলের রোগ আরেক অঞ্চলে ছড়িয়ে পরে। এ স্তর থেকেই বিশ্বায়ন শুরু হয়। ২য় স্তরঃ (বহুজাতিক কোম্পানীর যুগঃ ১৮৫০-১৯১৫) এ যুগে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঘটে। আর নতুন নতুন ব্যবসা আবিষ্কার হয়। এ যুগে এসে পুজিবাদের ধারণার উদ্ভাবন হয়। ভূমি দখলের চেয়ে ব্যক্তিগত সম্পদ ও অর্থ বৃদ্ধির ধারণা আসে। বানিজ্যের আধিপত্য নিয়ে লড়াই হত এ স্তরে। এ স্তরে এসে বিশ্বায়নের ভিক্তি তৈরি করে। ৩য় স্তরঃ (আধুনিক বিশ্বায়নের যুগঃ ১৯৪৫-বর্তমান) এ স্তরে বিশ্বায়ন প্রতিষ্ঠানিক রূপ লাভ করে, যা এখন চলমান।
বিশ্বায়নের ফলে সংক্রামকরোগ রোগগুলি দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। সংক্রামক রোগ বলতে সেই সব রোগ বোঝায়, যেসব রোগ একজন থেকে আর একজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই ছড়িয়ে পড়া শুধু মানুষ থেকে মানুষ নয়, পশু পাখি থেকে মানুষে, পশু পাখি থেকে পশু পাখির মাঝে, কিংবা মানুষ থেকে পশু পাখির মাঝে ছড়িয়ে পড়তে পারে। ইটিওলজি, বিজ্ঞানের আধুনিক শাখা যা সংক্রামক রোগের কারণগুলি নিয়ে কাজ করে, সংক্রামক রোগ ছড়িয়ে পরার পাঁচটি প্রধান মাধ্যমে হলো: বায়ু, জল, রক্ত, সরাসরি যোগাযোগ এবং ভেক্টরের মাধ্যমে (পতঙ্গ বা অন্যান্য প্রাণী যা এক প্রজাতি থেকে অন্য প্রজাতিকে বহন করে)। গবেষণায় দেখা যায়, ভৌগলিক পরিবেশের পাশাপাশি বিশ্বায়নের ফলে বৈশ্বিকভাবে রোগ-ব্যাধি ছড়াচ্ছে। বিশ্বায়নের ফলে বাণিজ্যিক পথগুলো প্রতিণ্ঠিত হয়েছে রোগের সংক্রমণও বৃদ্ধি পেয়েছে, স্থানীয় জনগোষ্ঠি নতুন নতুন রোগে আক্রান্ত হয়েছে।
যেমন গুটি, হাম এবং যক্ষ্মা (টিবি) ইউরোপ থেকে এশিয়া এবং আফ্রিকায়ে বাণিজ্যের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ইউরোপীয়রা যখন ব্যবসার উদ্দ্যেশে এশিয়া আফ্রিকা উপনিবেশ স্থাপন করেছিল তখন থেকে এই সমস্ত রোগগুলো এশিয়া ও আফ্রিকায় ছড়িয়ে পড়ে। বেশিরভাগ নির্দিষ্ট রোগ যেমন; প্লেগ, সিফিলিস, কুষ্ঠ, টাইফয়েড, কলেরা, ম্যালেরিয়া, এইচআইভি/এইডস, যক্ষ্মা আঞ্চলিকভাবে ভ্রমনের মাধ্যমে ছড়িয়েছে। উদাহরণস্বরূপ, কুষ্ঠরোগ প্রথম ভারতে নিবন্ধিত হয়েছিল এবং সেই অঞ্চলে ঔপনিবেশিক যুদ্ধের মাধ্যমে এক এলাকা থেকে অন্য অঞ্চলে স্থানান্তরিত হয়েছিল।
আধুনিক পরিবহন ব্যবস্থার মাধ্যমে রোগ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন সংক্রমকরোগর ভেক্টরগুলোর মাধ্যমে। এরকম একটি উদাহরণ হল পশ্চিম নীল ভাইরাস। বিশ্বাস করা হয় যে এই রোগটি পৌঁছেছে যুক্তরাষ্ট্রে "মশার মাধ্যমে যা বিমান চাকা চড়ে সমুদ্র অতিক্রম করেছিল এবং ১৯৯৯ সালে নিউ ইয়র্ক সিটিতে এসে পৌঁছেছিল। রোগের বিস্তার বৃদ্ধিতে আধুনিক পরিবহণের ব্যবহার আরও একটি উদাহরণ হ'ল ১৯১৮ স্প্যানিশ ফ্লু মহামারী । বিশ শতকের গোড়ার দিকে গ্লোবাল ট্রান্সপোর্টেশন ভাইরাস ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল কারণ ট্রান্সমিট্যান্স এবং বাণিজ্যের নেটওয়ার্ক ইতিমধ্যে বিশ্বব্যাপী ছিল। এই ভাইরাসটি জাহাজ এবং ট্রেনের ক্রু সদস্যদের মধ্যে পাওয়া গিয়েছিল এবং সংক্রামিত সমস্ত কর্মচারী তারা যেখানেই ভ্রমণ করেছিল সেখানেই এই ভাইরাসটি ছড়িয়ে দিয়েছিল। ফলস্বরূপ, প্রায় ৫০-১০০ মিলিয়ন মানুষ সারা বিশ্বে এর সংক্রমণে মারা গিয়েছিল। রোগের বিবর্তন আধুনিক যুগে একটি বড় হুমকি উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, বর্তমান "সোয়াইন ফ্লু" বা এইচ-১ এন-১ ভাইরাস ফ্লুটির একটি পুরানো ফর্মের একটি নতুন স্ট্রেন, যা এই মহাদেশে এর উৎসের ভিত্তিতে শতাব্দী ধরে এশিয়ান ফ্লু হিসাবে পরিচিত।
ইতিহাসে কিছু ভয়ঙ্কর মহামারির বিস্তার বিশ্লেষণঃ
প্লেগঃ
মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারি ছিল বিউবোনিক প্লেগের প্রার্দুভাব। মধ্য এশিয়ার সমভূমিতে/চীনে এই রোগের উৎপত্তি বলে ধারণা করা হয়, ১৩৩০ সালে। এরপর এটি সিল্ক রোড হয়ে ১৩৪৩ সালের দিকে এটি ক্রিমিয়া পর্যন্ত পৌছায়। বণিকদের জাহাজে বসবাস করা ‘কালো ইঁদুর’ ও ‘ইঁদুর মাছি’ নামক দুইটি প্রজাতির মাধ্যমে এটি ভূমধ্যসাগর এবং ইউরোপে ছড়িয়ে পড়ে। পৃথিবীব্যাপি ছড়িয়ে পড়া এই মহামারীর কবলে পড়ে ১৩৪৬-১৩৫৩ সালের মধ্যে ইউরোপ এবং এশিয়া মহাদেশের (ইউরেশিয়া) ৭৫ থেকে ২০০ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে। এই মহামারীর কবলে পড়ে ১৪’শ শতাব্দীতে বিশ্বের জনসংখ্যা ৪৫০ মিলিয়ন থেকে ৩৫০-৩৭৫ মিলিয়নে নেমে আসে।
হাম/ গুটিবসন্তঃ
হাম একটি অত্যন্ত সংক্রামক বায়ুবাহিত রোগ। ১৪৯২ সালে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পরে ষোলো শতকে ক্যারিবীয় অঞ্চলে গুটি বসন্তের প্রার্দুভাব দেখা দেয়। ১৭ শতকে আরও দুই মিলিয়ন স্থানীয় মেক্সিকান হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। ১৬১৮-১৬১৯ সালে আদি আমেরিকানদের ৯০% মানুষ গুটিবসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলো। ১৭৭০ এর দশকে, গুটিবসন্ত রোগে আক্রান্ত হয়ে প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিম আদিবাসী আমেরিকানদের কমপক্ষে ৩০% মানুষ মৃত্যুবরণ করেছিল। এই রোগে বিশ্বব্যাপী অনেকলোক মারা যায়। দ্য গুটি টিকা ১৭৯৮ আবিস্কার করে এডওয়ার্ড জেনার । ১৯৭৯ সালে এই রোগটি পুরোপুরি হয়ে গেছে নির্মূল হয়ে গেছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮৬ সালে এর ভ্যাকসিন সরবরাহ করা বন্ধ করে দিয়েছে।
টাইফাসঃ
টাইফাস মানুষের মধ্যে সংক্রামিত হয় উকুন এর মাধ্যমে এর প্রধান ভেক্টর হল ইঁদুরের কামড়। টাইফাসের প্রথম প্রাদুর্ভাবটি ১৪৮৯ সালে বলকান অঞ্চলে। ১৫০০ সালে এটি সমস্ত ইউরোপে ছড়িয়ে পরে। ১৯১৮ থেকে ১৯২২ সাল পর্যন্ত রাশিয়ায় মহামারী টাইফাসে প্রায় ২৫ মিলিয়ন মানুষ সংক্রমিত এবং ৩ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল।
সিফিলিসঃ
সিফিলিস হ'ল ক যৌনবাহিত রোগ এর বৈশিষ্ট্যযুক্ত যৌনাঙ্গে আলসার । সিফিলিস স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক এবং হার্টের ক্ষতিও করতে পারে। এই রোগটি মা থেকে সন্তানের কাছে সংক্রামিত হতে পারে। এই রোগের উৎস নিয়ে বিতর্ক রয়েছে, অনেক ইতিহাসবিদদের যুক্তি রয়েছে যে এটি বিশ-হাজার বছরের পুরানো আফ্রিকান থেকে এসেছিল। অন্যান্য ইতিহাসবিদদের মতে কলম্বাসের জাহাজের ক্রুরা প্রথমে এই রোগ নিয়ে এসেছিল ইউরোপে।
কুষ্ঠরোগঃ
কুষ্ঠরোগ যা হ্যানসেনের রোগ হিসাবেও পরিচিত। কুষ্ঠরোগের সর্বাধিক সাধারণ লক্ষণ হ'ল ত্বকে ফ্যাকাশে লালচে দাগ যা সংবেদন অনুভব করে। কুষ্ঠরোগের উদ্ভব হয়েছিল ভারত চার হাজারেরও বেশি বছর আগে। এটি প্রাচীন সমাজগুলিতে প্রচলিত ছিল চীন, মিশর এবং ভারত, এবং সহ ভ্রমণকারী বিভিন্ন গোষ্ঠী দ্বারা বিশ্বজুড়ে সঞ্চারিত হয়েছিল।
এইচআইভি এবং এইডসঃ
এইচআইভি এবং এইডস নতুন এবং মারাত্মক রোগগুলির মধ্যে একটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটির উৎস কোথায় তা জানা যায় নি, তবে এটি প্রাণী থেকে মানুষের কাছে এসেছে। ১৯৮১ সালে প্রথম দুটি এইডস / এইচআইভি কেস সনাক্ত করা হয়েছিল। বিশ্বব্যাপী আনুমানিক ৩৫ মিলিয়ন মানুষ এইচআইভিতে বাস করছে।
কলেরাঃ
উনিশ শতকে কলেরা একটি ব্যাপক আকার ধারণ করেছিল, যাতে লক্ষ লক্ষ মানুষ এতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলো। এই মহামারীটি বঙ্গ থেকে শুরু হয়েছিল এবং তারপরে ১৮২০ সালের মধ্যে এটি পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই রোগটি সমস্ত ইউরোপ ছড়িয়ে পরে। মহামারীটি ইউরোপ থেকে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকায় পৌঁছায় ও ব্যাপক প্রাণহানি ঘটায়। অঠারো শতক থেকে শুরু করে বিশ শতকের প্রথম দিক পর্যন্ত এইরোগরে প্রার্দুভাব ছিল।
কোভিড-১৯
কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবের উদ্ভব চীনের উহান শহরে। এটি ডিসেম্বর ২০১৯ সালে প্রথম সনাক্ত করা হয়েছিল, এজন্য বিজ্ঞানীরা এটিকে বলেছিলেন COVID-19 (করোনাভাইরাস রোগ 2019)। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে এটিকে মহামারী হিসাবে ঘোষণা করেছে। বাংলাদেশে এই পর্যন্ত এই রোগে ২০,১৬,৯৪৬ জন আক্রান্ত হয়েছে এবং ২৩,৩৩৯ জন মারা গেছে। পৃথিবীব্যাপী ৬১.৬২ কোটি লোক আক্রান্ত হয়েছে এবং ৬.৫ মিলিয়ন লোক মারা গেছে। মানুষের সচেতনতা বৃদ্ধি ও টিকা আবিস্কারের মাধ্যমে মৃত্যুর সংখ্যা কমে এসেছে।
বিশ্বায়ন ও সংক্রামক রোগের বিস্তার পারস্পরিক আন্তসম্পর্ক যুক্ত। বিশ্বব্যাপী অবাধ বাণিজ্য ও যোগাযোগের সুবিধার্থে কারণে এক অঞ্চলের রোগ অন্য অঞ্চলে দ্রুতই ছড়িয়ে পড়ছে। দেশে দেশে মহামারির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পৃথিবীতে যুগে যুগে অসংখ্য মহামারীর ঘটনা ঘটেছে এবং এসব মহামারীতে মৃত্যু হয়েছে কোটি কোটি মানুষের। ক্ষতি ও হানির কথা চিন্তা করলে উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতী লক্ষ্য করা যায়, করোনার টিকাপ্রাপ্তিতে ধনী-গরিব দেশগুলোর মধ্যে বৈষম্যে চরম আকার ধারন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বেশির ভাগ টিকাই পাচ্ছে উন্নত দেশগুলো। এসব দেশে বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১৬ শতাংশের বাস। এই সমস্যার সমাধানে উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে, তাহলেই বিশ্ব পাবে বিশ্বায়নের সুফল। একইভাবে, মহামারি মোকাবেলা ও স্বাস্থ্য ঝুঁকি হ্রাসকরণের প্রযুক্তিগত সুবিধা উন্নত বিশ্ব উন্নয়নশীল দেশগুলোকে প্রদান করতে হবে, যেমন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংয়ের ওপর নির্ভরতা বাড়ানোর দক্ষতা ও কলকারখানায় অটোমেশন ইত্যাদি। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সবাই বিশ্বায়নের নতুন এক কাঠামোর কথা বলছেন তখন করোনা ভাইরাস মহামারী সবাইকে বিশ্বায়নের ঝুঁকির কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। আশার কথা, করোনা ভাইরাস আমাদের এটাও মনে করিয়ে দিচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লবের ফলে প্রযুক্তি কীভাবে মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, ক্ষয়-হানি কমিয়ে আনতে পারে এবং সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনতে পারে। বিশ্বায়নের সুবিধা নিশ্চিত করতে হলে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর পাশে দাড়াতে হবে। সর্বোপরি বিশ্বায়ন প্রভাব ফেলছে স্থানীয় স্বাস্থ্যের ওপর। আমাদের তাই ভাবতে হবে বিশ্ব প্রেক্ষাপটে, কিন্তু প্রস্ততি নিতে হবে স্থানীয় পরিপ্রেক্ষিতে।
Source:
https://wikigbn.icu/wiki/Globalization_and_disease
https://bn.wikipedia.org/wiki/সংক্রামক_রোগ
https://www.protichinta.com/বিশ্ব-স্বাস্থ্যের-পরিপ্রেক্ষিত-ও-বাংলাদেশ
https://bn.wikipedia.org/wiki/বৈশ্বিক_মহামারী
https://www.risingbd.com/feature/news/418193
https://www.researchgate.net/publication/353483033_bisbayana_kiera_itihasa_karana_bikasa_prabhaba_o_phalaphala
http://covid19tracker.gov.bd/
https://www.banglatribune.com/columns/613623/করোনা-ভাইরাস-এবং-বিশ্বায়নের-উল্টোযাত্রা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন