কিছু অভিজ্ঞতা জীবনে এমন শিক্ষা দিয়ে যায়, যা বইয়ে পাওয়া যায় না। সম্প্রতি, আমার জীবনে এমনই দুটি ঘটনা ঘটে গেল যা আমাকে শিখিয়ে দিল কিভাবে বাস্তব সিদ্ধান্ত নিতে হয়।
কয়েকদিন আগে আমার স্ত্রী হঠাৎ তীব্র ব্যথা অনুভব করে। আমি ভীষণ দুশ্চিন্তায় পড়ে যাই এবং দ্রুত তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক আল্ট্রাসনোগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করান। টেষ্ট রিপোর্ট দেখে ডাক্তার তড়িঘড়ি করে বলেন, "অপারেশন করতে হবে, দেরি করা যাবে না!" আমি থমকে যাই, এত বড় সিদ্ধান্ত! তখন আমি সময় চেয়ে নিই এবং সহকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলি। তাদের পরামর্শে আমি আরেকজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই। সেই চিকিৎসক পরীক্ষা করে বলেন, “এটা কোনো বড় সমস্যা না, অপারেশন লাগবে না।” তার পরামর্শে প্রয়োজনীয় ওষুধে স্ত্রী এখন ভালো আছেন। ভাবতে গিয়েই গা শিউরে ওঠে, প্রথম চিকিৎসকের কথায় যদি অপারেশন করিয়ে ফেলতাম, কী ভয়ংকর অপূরনীয় ক্ষতি হয়ে যেতে পারত!
আরেকটা ঘটনা ঘটে গেল আজকে। হঠাৎ করে বাসার আইপিএসটি বিকল হয়ে যায়। পরিচিত এক টেকনিশিয়ানকে ডেকে আনলাম। সে দেখে বলল, "এইটা আর ঠিক হবে না, নতুন আইপিএস কিনতে হবে।" আমি চিন্তায় পড়ে গেলাম, লোডশেডিং এই লাগামহীন সময়ে বাসায় বিদুৎ না থাকলে আমার ছোট ছোট মেয়েরা খুব কষ্ট পাবে, ভাবলাম যেভাবেই হোক টাকা ম্যানেজ করে নতুন আইপিবসে কিনতে হবে, আবার মনে মনে বিকল্প উপায় খুঁজলাম।
কিন্তু তখনই মনে পড়ে গেল আমার স্ত্রীর চিকিৎসার ঘটনার কথা। ভাবলাম, আরেকজনের মতামত নেই দেখি। আমি যেখান থেকে আইপিএসটি কিনেছিলাম, সেখানে যাই। তারা বলল, ওয়ারেন্টি শেষ, কিন্তু সাহায্য করবে। একজন দক্ষ টেকনিশিয়ানকে পাঠাল। তিনি এসে ভালোভাবে পরীক্ষা করে ছোট একটা যান্ত্রিক ত্রুটি খুঁজে পান এবং মিনিট দশেকেই আইপিএসটি মেরামত করে দেন। এখন আবার আগের মতো আইপিএসটি কাজ করছে! টেকনিশিয়ান বলল, সমস্যা হলে জানাবেন। ভাবতে পারেন নতুন মেশিন কেনা মানে যে বড় অর্থনৈতিক চাপ ছিল, তা আপাতত এড়ানো গেল।
এই দুটি ঘটনার পর আমি একটি মূল্যবান শিক্ষা পেয়েছি: একটি সমস্যার সমাধান খুঁজতে কখনো এককভাবে সিদ্ধান্তে না গিয়ে, সময় নিয়ে আরও কিছু মতামত সংগ্রহ ও পরিচিতদের কাছ থেকে মতামত সংগ্রহ করা উচিত। একাধিক মত থেকে যাচাই-বাছাই করে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত এবং অভিজ্ঞতায় বলে সে সিদ্ধান্তের ফলাফল হবে বাস্তবসম্মত, সাশ্রয়ী এবং নিরাপদ। সত্যিই, জীবনের অনেক কঠিন মুহূর্তে ঠান্ডা মাথায় ভাবা আর বিকল্প খোঁজার মধ্যেই লুকিয়ে থাকে সঠিক পথের সন্ধান।