শনিবার, ৮ মার্চ, ২০২৫

স্বাস্থ্য বীমা কি? বর্জ্য সংগ্রহকারীদের স্বাস্থ্য বীমার আওতায় আনার প্রয়োজনীয়তা

স্বাস্থ্য বীমা হলো একটি আর্থিক সুরক্ষা ব্যবস্থা, যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে চিকিৎসা ব্যয় বহনের নিশ্চয়তা পায়। এটি অসুস্থতা, দুর্ঘটনা বা চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে আর্থিক সহায়তা প্রদান করে। বিশ্বের অনেক দেশ তাদের নাগরিকদের জন্য স্বাস্থ্যবীমা বা সার্বজনীন স্বাস্থ্যসেবা (Universal Health Coverage - UHC) নিশ্চিত করেছে। কিছু দেশ সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রদান করে, আবার কিছু দেশ সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থার মাধ্যমে এটি পরিচালনা করে। বাংলাদেশে স্বাস্থ্যসুরক্ষা প্রকল্প পাইলট স্টেজে আছে। সাধারণভাবে, বাংলাদেশে প্রতিষ্ঠান ব্যক্তিক কর্মজীবীদের জন্য স্বাস্থ্য বীমা কিছু ক্ষেত্রে প্রচলিত হলেও, বর্জ্য সংগ্রহকারীদের জন্য স্বাস্থ্য বীমা খুব কঠিন ও দুরুহ বিষয়।

বর্জ্য সংগ্রহকারীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলেও তারা অবহেলিত কর্মজীবী শ্রেণি।  বর্জ্য সংগ্রহকারীরা প্রতিদিন ঘরবাড়ি, রাস্তা, কারখানা ও বাজার এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করে, যা পরিবেশ দূষণ রোধ করতে সহায়তা করে। যদি তারা না থাকত, তাহলে শহরে আবর্জনার স্তুপ জমে গিয়ে মারাত্মক পরিবেশগত সমস্যা তৈরি হতো। বর্জ্য সংগ্রহকারীরা নিয়মিতভাবে আবর্জনা পরিষ্কার করে এডিস মশা, ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগ (যেমন ডেঙ্গু, কলেরা, টাইফয়েড) প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্জ্য সংগ্রহকারীরা অনেক পুনর্ব্যবহারযোগ্য উপকরণ (যেমন প্লাস্টিক, কাগজ, ধাতু) আলাদা করে যা রিসাইক্লিং শিল্পের চাহিদা মেটাচ্ছে। রিসাইক্লিং কাঁচামালের চাহিদা কমায় এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়তা করে। বর্জ্য সংগ্রহকারীদের সংগ্রহ করা পুনঃব্যবহারযোগ্য সামগ্রী বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়, যা কর্মসংস্থান সৃষ্টি করছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (Sustainable Development Goals - SDGs) মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ, সুস্বাস্থ্য এবং টেকসই নগর ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। বর্জ্য সংগ্রহকারীরা এ লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্জ্য সংগ্রহকারীরা সমাজের জন্য অবদান রাখলেও তাদের কাজের স্বীকৃতি এবং সুরক্ষা খুবই কম। তাদের স্বাস্থ্য, সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা দরকার। সেই প্রেক্ষাপটে, ইপসা চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রায় ২০০০ বর্জ্য সংগ্রহকারীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করেছে। এই কার্যক্রমে আর্থিক সহযোগিতা প্রদান করছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। গত ০৪ মার্চ, ২০২৫ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর প্রধান কর্পোরেট কার্যালয় ঢাকায়, ইপসা ও মেটলাইফ এর সাথে বর্জ্য সংগ্রহকারীদের স্বাস্থ্য বীমা বিষয়ক এক চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির মাধ্যমে বর্জ্য সংগ্রহকারীরা মূত্য ও দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি হলে সবোর্চ্চ ৩ লক্ষ টাকা পাবে, ও কর্মস্থলে দুর্ঘটনা শিকার হলে ১০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা খরছ পাবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বর্জ্য সংগ্রহকারীদের জন্য এই ধরনে স্বাস্থ্য বীমা দেশে বিরল ও অন্যতম।

স্বাস্থ্য বীমার আওতায় বর্জ্য সংগ্রহকারীদের আনা খুব গুরুত্বপূর্ণ কারণ তাদের স্বাস্থ্য ঝুঁকি সবছেয়ে বেশি। বর্জ্য সংগ্রহের সময় তারা বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস ও টক্সিক পদার্থের সংস্পর্শে আসেন, যা সংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। রাসায়নিক বর্জ্য, মেডিকেল বর্জ্য এবং ই-ওয়েস্ট থেকে বিষাক্ত গ্যাস বা পদার্থের সংস্পর্শে আসার ফলে মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। ধুলাবালি, গ্যাস, এবং অন্যান্য দূষিত পদার্থ ফুসফুসের দীর্ঘমেয়াদী সমস্যার কারণ হয়ে থাকে। যার ফলে তারা সহজেই ডায়রিয়া ও পেটের সংক্রমণ, টাইফয়েড, হেপাটাইটিস A, কলেরা, যক্ষ্মা (TB), ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণে ত্বকে চুলকানি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, স্নায়ুবিক সমস্যা, কিডনি ও লিভারের রোগ, ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। চিকিৎসা ব্যায়ের অভাবে তারা সহজেই মূত্যুবরণ করছেন। গবেষণায় দেখা গেছে বর্জ্য সংগ্রহকারীদের জীবন আয়ু সাধারণ মানুষদের তুলনায় অনেক কম হয়ে থাকে।  তাই তাদের হেলথ ইনসুরেন্সের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অর্থনৈতিক সুরক্ষার জন্য বর্জ্য সংগ্রহকারীদের স্বাস্থ্য বীমার আওতায় আনা গুরুত্বপূর্ণ। বর্জ্য সংগ্রহকারীরা সাধারণত নিম্ন আয়ের মানুষ, যারা চিকিৎসার খরচ বহন করতে পারে না। ইনসুরেন্স তাদের চিকিৎসার খরচ কমাতে সাহায্য করবে। যদি তারা ইনসুরেন্সের আওতায় থাকে, তাহলে কম খরচে বা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা নিতে পারবে। অনেক সময় দেখা যায়, বড় অসুস্থতার কারণে  তারা কাজ করতে পারে না। সেক্ষত্রে, কোনো বড় অসুস্থতার কারণে কাজ করতে না পারলে তাদের আয় বন্ধ হয়ে যায়। হেলথ ইনসুরেন্স থাকলে এই সমস্যার সমাধান হতে পারে। তাই তাদের হেলথ ইনসুরেন্সের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫ক অনুচ্ছেদ অনুযায়ী, চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আলমা-আতা ঘোষণা, জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণা ২৫ (১), শিশু অধিকার সনদ, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের কনভেনশনের স্বাক্ষরকারী দেশ।  এই সমস্ত আন্তর্জাতিক সনদে স্বাস্থ্যকে একটি মৌলিক মানবাধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য যখন মানুষেরর মৌলিক মানবাধিকার, তখন রাষ্ট্রকে অবশ্যই সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি বর্জ্য সংগ্রহকারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে। একজন বর্জ্য সংগ্রহকারীর স্বাস্থ্য বীমা থাকলে তার সহজেই চিকিৎসা সুবিধা পেতে পারে, যা তাদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করবে।  স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে তারা আরও কর্মক্ষম ও সুস্থ থাকবে, যা সামগ্রিকভাবে সমাজের জন্যও উপকারী।  তাই তাদের হেলথ ইনসুরেন্সের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই প্রেক্ষাপটে, ইপসা চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১৮২৭ বর্জ্য সংগ্রহকারীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করেছে। এই কার্যক্রমে আর্থিক সহযোগিতা প্রদান করছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। বর্জ্য সংগ্রহকারীদের স্বাস্থ্য বীমা নিশ্চিত করার জন্য ইপসা ও মেটলাইফ এর সাথে বর্জ্য সংগ্রহকারীদের স্বাস্থ্য বীমা বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বর্জ্য সংগ্রহকারীরা মূত্য ও দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি হলে সবোর্চ্চ ৩ লক্ষ টাকা পাবে, দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি হলে ১.৫ লক্ষ টাকা পাবেন ও কর্মস্থলে দুর্ঘটনা শিকার হলে ১০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা খরছ পাবেন। বর্জ্য সংগ্রহকারীরা এই স্বাস্থ্য সেবার জন্য কোন প্রিমিয়াম দিতে হবে না। তবে, চট্টগ্রাম শহরে প্রায় দশ হাজারের অধিক বর্জ্য সংগ্রহকারী রয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে এই শহর আমরা বাসযোগ্য পাচ্ছি, তাদের সবার কথা আমাদের ভাবতে হবে, এভাবে পর্যায়ক্রমে সারাদেশে এই সেবা নিশ্চিত করতে হবে, স্বাস্থ্যসেবা পাওয়া সবার নাগরিক অধিকার। পাশাপাশি, ইপসা ও ইউনিলিভারের মত অন্যান্য বেসরকারী প্রতিষ্ঠান ও বহুজাতির কোম্পানীকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য বীমা শুধু একজন কর্মীর ব্যক্তিগত কল্যাণ নয়, বরং প্রতিষ্ঠানের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন